জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ভয় করি না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ষড়যন্ত্র ও চক্রান্ত সব সময়ই ছিল ভবিষ্যতেও থাকবে। এসব জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ভয় করি না।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, গত ১৪ বছর গণতন্ত্রের মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক উন্নতি করছি। বড় বড় আক্রমণ থেকে আল্লাহ আমাকে রক্ষা করছে। নেতাকর্মীরা ঢাল হয়ে সবসময় আমার পাশে ছিলেন।
সরকারপ্রধান বলেন, মানুষের কল্যাণে কাজ করছি। দারিদ্রের হার কমানো হয়েছে। করোনা ও যুদ্ধ উন্নয়ন যাত্রায় বাধা হলেও গতিরোধ করতে পারেনি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।
তিনি আরও বলেন, টুঙ্গিপাড়ার কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করছে। তারা আমাকে দেখে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















