জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত মাছ চাষী যতীন্দ্র বর্মনকে সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মৎস্যচাষী যতীন্দ্র চন্দ্র বর্মন জাতীয় মৎস্য সপ্তাহে রেণু পোনা উৎপাদনে বিশেষ অবদানের জন্য জাতীয় মৎস্য পদক-২০২৩ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

স্থানীয় ধীরেন্দ্র বর্মন ও নুরু মিয়া স্মৃতি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শনিবার রাত ৮ টায় উপজেলার বাহাদুরপুর ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর-রশিদ, ফিস হ্যাচারী ওনার্স এসোশিয়েশনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন দুলাল, বাহাদুরপুর ফিরোজা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন, গৌরীপুর সংগীত নিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ এম এ হাই ও ধীরেন্দ্র বর্মন ও নুরু মিয়া স্মৃতি সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জনি প্রমুখ।