জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার দুপুরে এতে দৈনিক আলোকিত নিউজের মাদারীপুর প্রতিনিধি মো. ফায়েজুল কবিরকে সভাপতি ও দৈনিক রূপালী বাংলাদেশের মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ ইমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে ঢাকা প্রতিদিনের নাসির উদ্দিন ফকির লিটন, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা ও বাংলা নিউজ২৪.কম এর ইমতিয়াজ আহমেদকে মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম নয়ন ও দৈনিক গণমুক্তির মোহাম্মদ মামুনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্না শরীফ কে ক্রীয়া সম্পাদক করা হয়েছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে উপজেলা কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া আগামী ২৮ ডিসেম্বর জাতীয় মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রয়াত মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠা করেন জাতীয় সাংবাদিক সংস্থা।
গত ৫ আগস্ট সরকার পতনের পর জেলা উপজেলাসহ সারা দেশের সব কমিটি বিলুপ্ত করা হয়।
রাজধানী ঢাকার মতিঝিলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশিদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন