জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন কুমিল্লার মতিন সৈকত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/Matin-Pic-1-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক-২০২১ এর জন্য দুজন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে এ পদকের জন্য মনোনয়ন হয়েছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার এম এ মতিন (মতিন সৈকত)।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় পরিবেশ পদক- ২০২১ প্রদান’ সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিন সৈকত।
জানা যায়, মতিন সৈকত শিক্ষকতার পাশাপাশি ২৭ বছর যাবত এককালীন মৌসুমে বিঘাপ্রতি মাত্র দুইশ টাকা হারে ১৫০ বিঘা বোরোধানের জমিতে ধান লাগানো থেকে পাকা ধান কাটা সেচের পানি সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও দুর্বার আন্দোলনের মাধ্যমে তিনি নিজ এলাকার কালাডুমুর নদ ১১ কিলোমিটার পূনঃখননের ব্যবস্থা করেছেন। প্লাবনভূমিতে জনগণের সম্পৃক্ততায় আর্থ-সামাজিক উন্নয়নে আপুসি, বিসমিল্লাহ, আপুবি মৎস্য প্রকল্প তিনটি বাস্তবায়ন করেছেন। সম্প্রতি গণসচেতনতায় বাংলাদেশ পরিবেশ স্কুল নামে দেশের প্রথম পরিবেশ স্কুল গড়ে তুলেছেন। এছাড়াও মতিন সৈকত বিষমুক্ত ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন আন্দোলন, সামাজিক উন্নয়ন ও বন্যপ্রাণী রক্ষায় গত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন।
প্রসঙ্গত, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের ক্রেস্ট, ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র দেওয়া হবে। এ পদক সাধারণত জুন মাসে অনুষ্ঠেয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিয়ে থাকেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন