জানেন, সুন্দর থাকতে প্রিয়াঙ্কা চোপড়া মুখে আর চুলে কী মাখেন?
বলিউড সেলিব্রেটিদের দেখে আপনারা অনেকেই বাজার চলতি বিভিন্ন বিউটি প্রোডাক্টের পিছনে ছোটেন। অথচ অনেকেই হয়ত জানেন না বহু সেলিব্রিটি এখনও সুন্দর থাকতে মা, ঠাকুমাদের শেখানো সেই পুরানো বিউটি টিপসই মেনে চলতে পছন্দ করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও। খবর জিনিউজের।
না, বিদেশি ব্র্যান্ডের কোনও প্রোডাক্ট নয়, এখনও দেশি ঘরোয়া জিনিস দিয়েই রূপচর্চার পক্ষপাতি প্রিয়াঙ্কা। এমনকি নিজের সেই বিউটি সিক্রেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতেও দ্বিধা করেননি পিগি চপস।
প্রিয়াঙ্কা জানাচ্ছেন, তিনি তার ঠোঁটের যত্ন নিতে ভরসা রাখেন, সামুদ্রিক নুন, গোলাপজল ও গ্লিসারিনের উপর। আর ত্বক ভালো রাখতে ব্যবহার করেন বেসন, চন্দন, টক দই, লেবুর রস, আর অল্প একটু দুধের প্যাক। আর চুলের জন্য ব্যবহার করেন টক দই, ডিম আর মধু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন