জাপান-সেনেগাল, কারো আশা পূরণ হলো না

পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সেনেগাল। আর কলম্বিয়াকে একই ব্যবধানে হারিয়ে সূচনা করে জাপান। এ ম্যাচে যে দল জিতত, সেই দলই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেত।

তবে সেই আশা কারো পূরণ হলো না। জাপান-সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অপেক্ষা বাড়ল।

একাতেরিনবার্গ এরিনায় আক্রমণাত্মক শুরু করে সেনেগাল। সূচণালগ্নে ঘন ঘন আক্রমণে জাপানকে ঠেসে ধরেন সেনেগালিজরা। ফলও হাতেনাতে পান তারা। ১১ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঠিকানায় বল পাঠান গোলমেশিন সাদিও মানে।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় জাপান। মুহুর্মুহু আক্রমণে সেনেগাল শিবিরে ত্রাস ছড়ান জাপানিরা। সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করে তাদের সমতায় ফেরান তাকাশি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে জাপানকে ছাড়িয়ে যেতে মরিয়া হয়ে উঠে সেনেগাল। তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে। ৭১ মিনিটে নিশানাভেদ করেন মৌসা ওগুই।

তবে সেনেগালের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পর তাদের জালে বল জড়িয়ে তা ভেস্তে দেন কেইসুকে হোন্ডা।

এরপর অ্যাটাক কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। তবে শেষ অব্দি আর কেউই গোলমুখ খুলতে পারেননি। ফলে ২-২ সমতায় পরিসমাপ্তি ঘটে ম্যাচের।