জাপানের কাছে গুরুত্বপূর্ণ দেশ ইরান, কিন্তু কেন?
জাপানের জ্বালানি নিরাপত্তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আর এই জন্যে জাপান সরকার তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন কঠোর নিষেধাজ্ঞা থেকে আগেই অব্যাহতি পাওয়ার চেষ্টা করছে।
জাপানের অর্থ মন্ত্রালয়ের তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের পরিচালক রিও মিনামি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, তার দেশের জ্বালানি নিরাপত্তা ও শোধনগারগুলোর জন্য ইরানি তেলের সর্বোচ্চ গুরুত্ব রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিও বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো। আগামী ৪ নভেম্বরের আগে জাপান কী এ সুবিধা পাবে-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই তা বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ইরান থেকে তেল না কেনার জন্য আমরা আমেরিকা থেকে একটা অনুরোধ পেয়েছি কিন্তু জাপানের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ইরানকে খুবই গুরুত্বপূর্ণ দেশ বলে মনে করি। ইরানি তেল বিক্রি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে মারাত্মক সংকট দেখা দেবে এবং তেলে দাম বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন