জাপানের প্রকৌশল কর্মক্ষেত্রে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাফল্য উদযাপন
গত ২৪শে ফেব্রুয়ারী, ২০২১ তারিখে ঢাকার আগারগাওয়ে আইসিটি টাওয়ারে পূর্ববর্তী বাংলাদেশ-জাপান তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রকৌশলীদের প্রশিক্ষন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মিয়াজাকি বিশ্ববিদ্যালয়, জাপানের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রকৌশলী এবং ভবিষ্যৎ প্রকৌশলী যাদের জাপান এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করার যোগ্যতা রয়েছে তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে। প্রতি বছর অন্তত ৮০ জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই প্রশিক্ষনের প্রথম ৬ মাস অনুষ্ঠিত হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবং তার পরবর্তী ৩ মাসের উন্নত প্রশিক্ষণ জাপানে অনুষ্ঠিত হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. খসরু মিয়ার নেতৃত্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টার এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেয়। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআই এর প্রাক্তন চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব এম. এ. কাসেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসাইন, সকল একাডেমিক এবং প্রশাসনিক প্রধানদের উপস্থিতিতে এই কৃতিত্ব উদযাপন করে। ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক এই চুক্তি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা আলোকপাতের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দকে অভিবাদন জানান। স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. জাবেদ বারী এই চুক্তির উদ্দেশ্য ও পলিসি ব্যাখ্যা করেন। বোর্ড অব ট্রাস্টিস এর চেয়ারম্যান জনাব এম. এ. কাসেম সিপিসির এই অসামান্য অর্জনে তার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই মাইলফলক অর্জনে সিপিসির পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। আর তিনি বলেন যে, সিপিসি অন্য বিভাগগুলার জন্য একটা বেঞ্চমার্ক ঠিক করে দিয়েছে। তিনি বলেন, জাপানের চাকুরির বাজারে প্রবেশ করা টা খুবই কষ্টসাধ্য বিষয়। আর সেই জায়গায় আমরা প্রতিবছর প্রায় ৮০ জন প্রকৌশল বিভাগের স্নাতক শিক্ষার্থীর চাকুরি নিশ্চিত করছি এটা জাতির জন্য অনেক বড় একটি অর্জন। তিনি আরো বলেন যে, দেশের বাইরে যাওয়া এতটা সহজ নয়। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতি বছর পূর্ণকালীন চাকুরীসহ জাপানের প্রকৌশল বিষয়ক চাকুরির বাজারে আমাদের স্নাতকদেরকে পাঠাতে সক্ষম হব। এই অর্জন আমাদের উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামও এই অর্জনে তার উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই রকম উদ্যোগ নেয়ার জন্য সিপিসিকে ধন্যবাদ জানান। স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, মানবিক এবং স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. আব্দুর রব খানের সাথে ইলেক্ট্রিকাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রেজাউল বারীও এই অসামান্য অর্জনে সিপিসি এবং এনএসইউ কে অভিনন্দন জানান। আইটি বিভাগের পরিচালক মাহবুবুল এইচ সরকার আমাদের দেশের অন্য ৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে এই চুক্তি জয়লাভ করায় সিপিসিকে অভিনন্দন জানান। উপাচার্য মহোদয় এবং ডিরেক্টর, সিপিসি ড. খসরু বোর্ড অফ ট্রাস্টিস এর সম্মানিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা এবং কেক কাটার মাধ্যমে এই উদযাপন সমাপ্ত করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন