জামালপুর মাদকের ব্যবসা জমজমাট
জামালপুরে হাতের নাগালেই পাওয়া যাচ্ছে মাদক। মাদকের ভয়াল থাবার মুখে পড়েছে যুব সমাজ। মাদকের ব্যবসা জমজমাট আকার ধারণ করায় পরিবেশ পরিস্থিতি দিন দিন হুমকীর মুখে রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন মাদক প্রতিরোধে ব্যপক নজরদারী করলেও তা থেমে নেই। অনেকটা প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। ফলে জামালপুর জেলার ৭টি উপজেলা মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।
জানা যায় জামালপুর শহর সহ সদর উপজেলাধীন এমন কোন এলাকা নেই মাদক না পাওয়া যাচ্ছে। বিশেষ করে ইয়াবার ছড়াছড়ি। শহরের বাগেরহাটা, মুসলিমাবাদ, রেলষ্টেশনের পাশে শাহ্পুর, লাঙ্গলজোড়া, চালাপাড়া ও বানিয়াবাজার শেরপুর ব্রীজ এলাকা ইয়াবার অভয়ারন্য সন্ধা হওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্রনদের পাইলিংরের রাস্তার পাশে ইয়াবা বেচাকেনা শুরু হয়ে যায়।
এদিকে সদর উপজেলাধীন নান্দিনা, নুরুন্দী পিয়ারপুর এলাকায় ইয়াবা বিক্রি বৃদ্ধি পাওয়ায় উঠতি বয়সের যুবক শ্রেণী ব্যপক আকারে আসক্ত হয়ে পড়েছে। ফলে উঠতি বয়সের যুবক শ্রেণি ধ্বংসের দিকে যাচ্ছে।
মাদকের ভয়াল থাবা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ, ও সরিষাবাড়ী উপজেলা ছড়িয়ে পড়েছেন।
সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ২নং ওর্য়াডের পূর্বপাড়ার মোজ্জামেল কাজীর ছেলে সোহেল, সেলিম নেতা, মজিদ ভু্ইয়ার ছেলে সুমন সহ আরো বেশ কয়েকজন ইয়াবার গডফাদার হিসাবে পরিচিত। এরা প্রকাশ্যে ইয়াবা ছড়িয়ে দিচ্ছে।
এলাকাবাসী এ প্রতিবেদকের নিকট অভিযোগ করে জানান এই তিন মাদক ব্যবসায়ীর জন্য এলকাবাসী জিম্মি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন