জামালপুরে বিনা খেসারি-১ চাষের উজ্জ্বল সম্ভাবনা
আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে কৃষি শিল্পে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কৃষি শিল্পে ঘটেছে বিপ্লব। জামালপুর জেলার ৭টি উপজেলায় বিনা খেসারি—১ এর ডাল চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। জেলা কৃষি বিভাগ এগিয়ে আসলেই তা বাস্তবায়ন করা সম্ভব।
জানা যায়, জামালপুর সদর উপজেলাধীন চরঞ্চল গুলো বিনা খেসারি—১ ডাল চাষ করা উপযোগী। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষীরচর, টেবির চর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় চাষ করা যেতে পারে। মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সরেজমিনে এ এলাকা ঘুরে কৃষক সাত্তার (৪৮), সামাদ (৪২) এর সাথে কথা হয়। তারা এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করলেই বিনা খেসারি—১ এর চাষ বৃদ্ধি পাবে।
এছাড়া মেলান্দহ মাদারগঞ্জ, ইসলামাপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাধীন বিভিন্ন এলাকার কৃষকরা বিনা—খেসারি—১ ডাল চাষ করতে আগ্রহ প্রকাশ করেছে। কৃষি বিভাগের সাথে কথা বললে তারা জানান, প্রচলিত জাতের তুলনায় বিনা খেসারি—১ এর প্রায় তিনগুণ ফলন হয়। এমন কি অনুর্বর জমিতে এ জাতের খেসারি আবাদ করা যায়। অন্যজাতের খেসারি তুলনায় এ জাতের রোগ বালাই কম হয়। তা ছাড়া মানব দেহের জন্য ক্ষতিকারক বেটা অকজাইল অ্যামাইনো অ্যালামিন নেই। যার জন্যে বিনা খেসারি—১ ডাল স্বাস্থ্য সম্মত।
কৃষি বিভাগ সরকারের এ কর্মসূচী বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আশাকরা যাচ্ছে বিনা খেসারি—১ ডাল কৃষক পর্যায়ে ব্যপক জনপ্রিয়তা লাভ করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন