জামালপুরে ভেজাল কীটনাশকে বাজার সয়লাব, কৃষি শিল্প ধ্বংসের পাঁয়তারা
জামালপুর জেলার ৭টি উপজেলার অবাধে ভেজাল কীটনাশক বিক্রি হচ্ছে। ভেজাল কীটনাশক বিক্রি বৃদ্ধি পাওয়ায় কৃষি শিল্প হুমকীর মুখে পড়েছে। কৃষি শিল্প কে ধ্বংসের জন্য অসাধু ব্যবসায়ী চক্র উঠে পড়ে লেগেছে। এ সব অসাধু চক্রের কারনে জমি অনুর্বর হয়ে পড়েছে। এতে জমির ফলন দিন দিন কমে যাচ্ছে।
জানা যায়, জেলা শহর থেকে শুরু করে সদর উপজেলাধীন বিভিন্ন হাট বাজারে ভেজাল কীটনাশকে ছেয়ে গেছে। এমন কোন হাট বাজার নেই ভেজাল কীটনাশক বিক্রি না হচ্ছে। বিশেষ করে নান্দিনা, নরুন্দী, গোপালপুর, শ্রীপুর, শরীফপুর বাজারে প্রায় সব দোকানে বিভিন্ন নামে ভেজাল কীটনাশক বিক্রির পেছনে অসাধু ব্যবসায়ী চক্র গড়ে তুসেছে বিশাল সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে ভেজাল কীটনাশক ছেয়ে গেছে।
এই অসাধু চক্র ভেজাল কীটনাশক বিক্রির জন্য মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় কার্যক্রম শুরু করে দিয়েছে। তারা গ্রামাঞ্চলের হাট বাজার বেছে নিয়েছে। কোনটা আসল কোনটা নকল তা বুঝার উপায় নেই। ফলে কৃষকরা চরম বিপাকে পড়েছে।
এনিয়ে জেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা এ প্রতিবেদক কে বলেন, কৃষকদের কে সঠিক কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। প্রযোগ বিধি সম্পর্কে অবগত করছি। ভেজাল কীটনাশক বিক্রি বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন