জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/06/100853Death-6_kalerkantho_pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ডুবে নুসরাত জাহান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টার দিকে বিলের পাড় গ্রামের বড় বিলে এঘটনা ঘটে। নুসরাত জাহান সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামের লিটন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে বড় বিলে স্থানীয় গ্রামবাসী মাছ ধরতে নামেন। খেলার সাথীদের নিয়ে বিলে মাছ ধরা দেখতে যায় নুসরাত জাহান। এক পর্যায়ে পানিতে পড়ে যায় সে। পরে সকাল ১০ টার দিকে অনেক খোঁজাখুঁজির পর বিলে নুসরাতের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি করেছেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান নুসরাতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন