জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৭৮ লাখ টাকা আত্মসাৎ

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৭৭ লাখ ৮২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আবুল কালাম আজাদ (৩১) নামে পূবালী ব্যাংকের এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক।আসামি আবুল কালাম আজাদ চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী মো. ইব্রাহীমের ছেলে। তিনি ঘটনার সময়ে পূর্বালী ব্যাংক সন্দ্বীপের শিবের হাট শাখায় সিনিয়র মেসেঞ্জার কাম গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাকরিচ্যুত।

মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়। মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ পরিচালক মো. আতিকুল আলম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূবালী ব্যাংক শিবের হাট শাখার কয়েকজন গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় ওই শাখার সিনিয়র মেসেঞ্জার কাম গার্ড আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০২০ সালের ২৭ জানুয়ারি সন্দ্বীপ থানায় এজাহার দায়ের করেন শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। কিন্তু অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় সন্দ্বীপ থানায় এজাহারটি সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ করে দুদকে পাঠিয়ে দেওয়া হয়।

পরে দুদক অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পান। অনুসন্ধানে দুদক জানতে পারে আসামি আবুল কালাম আজাদ পূবালী ব্যাংক শিবের হাট শাখায় বিভিন্ন ব্যাংক এবং পূবালী ব্যাংকের অন্যান্য কালেকশন চেক সংগ্রহ করা, রেজিস্ট্রার সংরক্ষণ করা, প্রতিদিনের ভাউচার, হিসাব খোলার ফর্ম সেলাই ও সংরক্ষণ করতেন। এ সুযোগে ব্যাংকের অন্য কর্মকর্তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ২০২০ সালের ৮ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে শিবের হাট শাখার ১১ জন গ্রাহকের চেক দিয়ে সর্বমোট ৭৭ লাখ ৮২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।