জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা, সেন্টমার্টিনে আটকা দেড় শতাধিক পর্যটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/জাহাজ-চলাচলে-নিষেধাজ্ঞা-সেন্টমার্টিনে-আটকা-দেড়-শতাধিক-পর্যটক-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সাগর উত্তাল ও বৈরী আবহাওয়ার কারণে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ছেড়ে যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ। ফলে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেন্টমার্টিন অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী সেখানে আটকা পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো জাহাজ সেন্টমার্টিন যাবে না বলে জানিয়েছেন প্রশাসন।
ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্টমার্টিনে যেতে দেওয়া হয়নি। এমনকি সব ধরনের স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা প্রায় দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।
ইউএনও আরও জানান, দ্বীপে অবস্থানকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন