জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শেরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন গণআন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতাদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সরকারি কলেজ মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ও রমজান আহমেদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচি ও প্রণয়ন সম্পাদক সম্রাট আহম্মেদ সিহাব, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাহতাব হোসেন রুমু, সাবেক গণসংযোগ সম্পাদক সেজান মাহমুদ, সাবেক সহ-প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম ইমন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ মিয়া ও শামীম মিয়া।
সঞ্চালনায় ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া।
বক্তারা বলেন, “জুলাই-আগস্টে গণআন্দোলনে শহীদ ছাত্রনেতাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে নিয়মিতভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা উচিত। আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন, যাদের স্মরণে অনেকেই আজ চুপচাপ।”
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন