জুলাইয়ে ঢাকা আসছেন ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেছন ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুন জেটলি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে আগামী ২-৪ জুলাই ঢাকা সফর করবেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের পর দেশটির কোন মন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ-কানেকটিভিটি ও উন্নয়ন খাতে যেসব চুক্তি সই হয়, সেগুলোর ফলোআপসহ নানা কারণেই এ সফরটি তাৎপর্যপূর্ণ মনে করছে ঢাকা।

অরুণ জেটলির সফরে দুই দেশের মধ্যকার অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবদুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা যায়, ঢাকার বাইরে একটি উন্নয়ন প্রকল্পও অরুন জেটলিকে দেখাতে চান আবুল মাল আবদুল মুহিত। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।