জেনে নিন, আগামী ২১ আগস্ট সূর্যগ্রহণ সম্পর্কে এই তথ্যগুলি!
কয়েকদিন আগেই হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। আর সামনেই আসতে চলেছে সূর্যগ্রহণ। আগামী ২১ শে আগস্ট সূর্যগ্রহণ দেখা যাবে স্পষ্টভাবে আমেরিকার আকাশ থেকে। তা নিয়ে মার্কিন মহাকাশ বিজ্ঞান চর্চা কেন্দ্র নাসার উৎসাহ উত্তেজনা চরমে। চলতি মাসের ২১ তারিখে এই মহাজগতিক ঘটনার আগে দেখে নেওয়া যাক সূর্য ও চন্দ্রগ্রহণ সংক্রান্ত বেশ কিছু তথ্য।
১। চন্দ্র ও সূর্যের দূরত্বের ৩ শতাংশ এবং চন্দ্র ও পৃথিবীর দূরত্বের ১২ শতাংশের ওপর নির্ভর করে, সূর্য ও চন্দ্র গ্রহণের দিন ক্ষণ। এই দূরত্বের উপর নির্ভর করে গ্রহণের পর্ব।
২। ৬, ৫৮৫.৩ দিনের পর আরেকটি সূর্যগ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণের মধ্যে পার্থক্য থাকে মোট ৬, ৫৮৫.৩ দিনের। যে পরিমাণ দিনের ব্যবধানে এই গ্রহণ হয়, সেই ব্যবধানকে সারোস সাইকেল বলা হয়।
৩। মোট সম্পূর্ণ গ্রাসে সূর্যকে ঢেকে দেওয়ার সময়ক্ষণ ২ মিনিট ৪০ সেকন্ড বলে জানা গিয়েছে। যা ২১ শে অগাস্ট পরিলক্ষিত হবে।
৪। এরপর আবার ২০২৪ সালের ৮ এপ্রিল পরের সূর্যগ্রহণ দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রাসের সময়কাল তখন ৩ মিনিটের কয়েক সেকেন্ড বেশিক্ষণ পর্যন্ত স্থানী হবে বলে জানা গিয়েছে।
মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসা ,২১ আগস্টের সূর্যগ্রহণের দৃশ্য লাইভ সম্প্রচার করতে চলেছে। সেজন্য এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন প্রায় ৫০০ মিলিয়ন মার্কিনি। এছাড়াও কানসাস, ইলিনোইস, মিসউরি সহ একাধিক জায়গা থেকে এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে বলে মনে কার হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন