জেনে শুনে সিদ্ধান্ত নেবেন ৫ বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে- রাণীশংকৈলে এমপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/IMG_20231108_173646.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশীল অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৭নভেম্বর) সন্ধায় দুটি রাস্তা পাকা করণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, আপনাদের বহু আকাঙ্খিত এ দুটি রাস্তা আজ উদ্বোধন করা হলো।
সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কাকে ৫বছরের জন্য দ্বায়িত্ব দেবেন। কে আপনাদের উন্নয়ন করতে পারে তাই জেনে শুনে সিদ্ধান্ত নেবেন।যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে সব বরবাদ হয়ে যাবে।
পরে পাস্থালে কোন লাভ হবে না। বলিদ্বারা বাজার মন্দির চত্বরে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা শামসু হাবিব বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, কাউন্সিলর ইসাহাক আলী,নন্দুয়ার ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী,স্থানীয় সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেকমরদ জাতীয় পার্টির সম্পাদক আক্তারুজ্জামান।
উল্লেখ্য বলিদ্বারা বাজার কমিনিউটি ক্লিনিক থেকে জওগাঁও আজগর মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার একটি রাস্তা ও উজধারী হিন্দু পাড়া থেকে বনগাঁও পর্যন্ত ১ কিলোমিটারসহ মোট দুটি রাস্তার ফলক উন্মোচন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন