জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া!
যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে এবার ফিলিস্তিনির জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিচ্ছে যাচ্ছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নেয়ার চিন্তা করছে। খবর আল-জাজিরার।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে জেরুজালেরমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি ও দূতাবাস সরালেও দেশটি ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন স্কট মরিসন।
তিনি বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম ও ইসরাইলের রাজধানী হিসেবে পশ্চিম জেরুজালেমকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। তবে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার মন্ত্রিসভা ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন