জেরুজালেমে দূতাবাস : যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান সৌদির
ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে আবারো প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার পরদিন মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার সৌদির সরকারি টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওয়াশিংটনের এ পদক্ষেপ জেরুজালেমে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক, স্থায়ী অধিকারের বিরুদ্ধে ব্যাপক পক্ষপাতের প্রতিনিধিত্ব করছে।
এদিকে, বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, ‘তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরোধিতা করছে সৌদি আরব।’
দেশটির মন্ত্রিপরিষদের এক বিবৃতির বরাত দিয়ে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, ‘জেরুজালেমে দূতাবাস স্থানান্তরে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে সৌদি আরব। এ ধরনের বিবেচনাহীন কাজের পরিণতি মারাত্মক হতে পারে বলে সৌদি সরকার ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন