জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ
বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত সদস্য এবং জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে কুড়িগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার সকালে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের মুখপাত্র আব্দুল আখের, সাবেক হাবিলদার নুরুজ্জামাল, বিডিআর পরিবারের শিশু সন্তান মাহী, মকবুল হোসেন, ভিপি সিরাজুল প্রমূখ।
সমাবেশ থেকে অবিলম্বে জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবি করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন