জেলার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ১ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরের দাবিতে দীর্ঘ এক কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন করেছে কয়েক উপজেলার কয়েক হাজার সর্বস্তরের মানুষ।
“কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় প্রেসক্লাবের সম্মুখ্যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও আইনজীবী সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক ‘জেলা চাই’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে আগত মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে প্রেসক্লাব চত্বরসহ গোটা এলাকা।
যৌক্তিক দাবি তুলে বক্তব্য রাখেন “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির আহবায়ক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, উপজেলা পরিষদ চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারমান সাইদুজ্জামান মামুন খান, কুয়াকাটা পৌর আওয়ামীলগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, সাবেক সভাপতি মেজবা মান্নু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক আকন, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সভাপতি এ্যাড. খন্দকার আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.মজিবুর রহমান চুন্নু, শিক্ষক প্রতিনিধি মো.আনোয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্পের কথা তুলে ধরে কলাপাড়াকে জেলায় রুপান্তরের সকল যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাববন্ধন ও গনজমায়েতের ঘোষনা দেন।
মানববন্ধন সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ঢাকস্থ কলাপাড়া সমিতির সাধারন সম্পাদক এস এম মনিরুল ইসলাম।
মানববন্ধন শেষে “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির প্রতিনিধিরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন