জেলে রাম রহিমের সাথে দেখা করতে পারবে যে ১০ জন! প্রথম নামটি জানলে চমকে উঠবেন!
জেলে বসে বাবা রাম রহিম ২০ বছরের শাস্তি খাটছে। দুটি আলাদা মামলায় ২০ বছরের সাজা হয়েছে তার। এখন জেলই হবে তার ঘরবাড়ি। ফলে কাউকে দেখা করতে হলে সেখানেই আসতে হবে।
তবে ভন্ডবাবা রাম রহিম সবার সঙ্গে দেখা করবে না। কাদের সঙ্গে সে দেখা করবে তার একটা তালিকা পুলিশের হাতে তুলে দিয়েছে সে। সেখানে মোট ১০টি নাম রয়েছে। যদিও আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই রাম রহিমের স্ত্রীর নাম।
অর্থাত্ তার সঙ্গে সে দেখা করতে চায় না। আরও আশ্চর্যজনকভাবে সেই তালিকায় সবার প্রথমে রয়েছে হানিপ্রীত সিংয়ের নাম। যাকে পালক কন্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে রাম রহিম। সেই তালিকায় আর কারা রয়েছে এবার দেখে নেওয়া যাক।
জেলে গুরমিত রাম রহিম দেখা করতে পারবে-
হানিপ্রীত সিং (পালক কন্যা, অনেকে বলছেন তার সর্বক্ষণের সঙ্গিনী), জসমিত ইনসান (পুত্র), চরণপ্রীত (কন্যা), অমরপ্রীত (কন্যা), শান-ই-মিত (জামাই), রুহ-ই-মিত (জামাই), জগজিত্ সিং (ডেরা কমিটির সদস্য), পিআরএন (প্রাক্তন ম্যানেজার), ধরম সিং (বিশ্বস্ত কর্মী), গোভি রাম (বিশ্বস্ত কর্মী)।
এই বিষয়ে জেলের নিয়মানুযায়ী বন্দিরা কাদের সঙ্গে দেখা করবে তার তালিকা দিতে পারে। যাদের নাম দেওয়া হয় তার বাইরে সাধারণত কেউ দেখা করতে পারে না। ফলে কয়েদি নম্বর ৮৬৪৭ রাম রহিমের সঙ্গে আগামিদিনে রোহতকের সুনারিয়া জেলে এই দশজনই দেখা করতে পারবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন