জ্যামাইকা টেস্টে খেলতে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ
শুরুর আগেই শেষ! ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে নামার আগেই ছিটকে গেলেন পেসার শফিউল ইসলাম। পায়ের চোটে পড়ে ছিটকে গেছেন তিনি। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী টেস্টে খেলা হচ্ছে না শফিউলের।
আজ থেকে শুরু হচ্ছে জ্যামাইকা টেস্ট। অ্যান্টিগা টেস্টে যাচ্ছেতাই পারফরম করেন পেসার রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বিরা। তাদের নিষ্প্রভতায় এই টেস্টে তার খেলার সম্ভাবনা ছিল প্রবল। তবে তীরে এসে তরী ডুবায় তা আর হচ্ছে না।
গতকাল বুধবার ফিল্ডিং অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান শফিউল। চোটটা বেশ গুরুতর। এ জন্য সপ্তাহ ছয়েকের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তাকে।
চোট পাওয়ার পর দ্রুত শফিউলকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তার এক্স-রে করানো হয়। সেই রিপোর্ট হাতে পেয়েছেন বাংলাদেশ ফিজিও থিহান চন্দ্রমোহন। দ্বিতীয় টেস্টে ২৮ বছর বয়সী পেসারের যে খেলা হচ্ছে না তিনিই সেটি নিশ্চিত করেছেন।
থিহান চন্দ্রমোহন বলেন, দ্বিতীয় টেস্টে খেলছে না শফিউল। তাকে তিন থেকে ছয় সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন