ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ফরাজির প্রভাব খাটিয়ে, ভিসিআরের নামে কৈখালী বাজারের সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন ফরিদ ফরাজির উপরে।

আওয়ামীলীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, পরিচয় দিয়ে রাজত্ব করেন তারা, বর্তমানে তারা ভোল পাল্টে বিএনপিতে আসার চেষ্টা করছে বলে জানান স্থানীয় লোকজন।

স্থানীয় নজির খান জানান, জাকির ফারাজি চেঁচরীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পর থেকে তার ভাই ফরিদ ফরাজী সরকারি জমি দখল করা শুরু করে, কৈখালী বাজারের সরকারি জমিতে একটি তিন তলা একটি দুই তলা ভবন সহ কয়েকটি দোকান নির্মাণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, কৈখালী বাজারে ফরিদ ফরাজির আছে একটি তিনতলা পাকা বিল্ডিং যার নিচে রয়েছে ওষুধের ফার্মেসি, আরো রয়েছে দুই তলা বিল্ডিং যার নিচে আছে পাবলিক টয়লেট এবং উপরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এবং ছোট বড় অনেক দোকান।

স্থানীয় জাফর খান জানান, কয়েক বছর আগে জাহাঙ্গির ফরাজীদের সম্পত্তি তেমন কিছুই ছিল না, হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কোথা থেকে এত সম্পত্তি এলো, কৈখালী বাজারে তিনতলা দুটি বিল্ডিং, আলিশান বাড়ি, পাঁচ কোটি টাকা ব্যয়ে করেছে মসজিদ নির্মান। এত টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে কথা বলার জন্য জাহাঙ্গীর হোসেন ফরিদ ফরাজির ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার কল করে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম জানান, চান্দিনা বিটিতে বহুতল ভবন নির্মাণ করার কোন অনুমতি নাই, চান্দিনা বিটির নিয়ম হচ্ছে বছর বছর খাজনা দিয়ে জমি ভোগ দখল করবে।