ঝালকাঠির কাঠালিয়ায় কৃষককে হত্যা চেষ্টা এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের শাহাদাত হাওলাদার (৫৮) নামে এক বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখন এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ, একই গ্রামের মোঃ মামুন মীরা, ইমন খান এবং উত্তর তালগাছিয়া গ্রামের রাব্বি খান অলিদ খান সহ ৬/৭ জনের বিরুদ্ধে। এ ঘটনায় শাহাদাত হালদারের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৯/১২/২০২৪ তারিখ কাঠালিয়া থানায় মামলা করেন।

মামলা সূত্রে পাওয়া যায়, শাহাদাত হাওলাদার ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে চড়াইল বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে হরেকৃষ্ণ ডাক্তার বাড়ির পূর্ব পাশের ইটসোলিং রাস্তার কাছে পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসিরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শাহাদাত হাওলাদারের উপরে আক্রমণ করে। এলোপাঁথারি ভাবে কুপিয়ে তার সাথে থাকা এক লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় লোকজন শাহাদাত হাওলাদারকে উদ্ধার করে ভান্ডারীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে তাকে বরিশালের পাঠানো হয়, বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় মামুন মীরা সহ নামধারী ৬ জন এবং অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর কাঠালিয়া থানায় মামলা করেন শাহাদাত হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম। ঘটনার পর থেকে পলাতক আছে আসামিরা।

স্থানীয় লোকজন জানান, মামুন মীরার নেতৃত্বে এলাকার সন্ত্রাসীরা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ড চালায়, এর ধারাবাহিকতায় ১৭/১২/২০২৪ তারিখ শাহাদাত হাওলাদারের উপর আক্রমণ চালিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় যারা সাক্ষী হয়েছেন বিভিন্নভাবে তাদেরকে ভয়-ভীতি এবং খুন যখমের হুমকি দেয় মামুন মীরার লোকজন।