ঝালকাঠির কাঠালিয়ায় ফিটিং করার আগেই নষ্টঃ হয়ে গেছে টাংকি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচঁরীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের, বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে শাহিদুল ইসলামের, জনস্বাস্থ্যের দেয়া রেইন ওয়াটারের ৩ হাজার লিটারের একটি পানির টাংকি ফিটিং করার আগেই ঘূর্ণিঝড় রেমালে গাছ পরে নষ্ট হয়ে গেছে।
সরোজমিনে দেখা যায়, টাংকিটি শহিদুল ইসলামের বাড়িতে দেয়া হয়েছে এবং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ইট, বালু, সিমেন্ট পাঠানো হয়েছে। কাজ শুরু করার আগেই ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়েছে, এই ঘূর্ণিঝড়ে বড় একটি মেহেগনি গাছ পড়ে টাংকিটি নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালের কারনে যেইসব টাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আমরা পরিবর্তন করে পুনরায় নতুন টাংকি দিব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন