ঝালকাঠির রাজাপুরে স্কুল শিক্ষকের পরকিয়া প্রেমের ঘটনায় ভাঙচুর-লুটপাট ও দুই নারীসহ আহত-৪
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220924_162456.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঝালকাঠির রাজাপুরের আদাখেলা গ্রামের স্কুল শিক্ষক ফারুক সিকদারের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁসের জেরে আকবর সিকদারে নামে এক দিনমজুরের বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। তাদের হামলায় দুই নারীসহ চার জন আহত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের এ ঘটনায় রাতে আকবর সিকদারের স্ত্রী আহত মাকসুদা বেগম (৪৫) রাজাপুর থানায় একই এলাকার মৃত ওয়ালিউল্লাহ এর ছেলে প্রতিপক্ষ স্কুল শিক্ষক ফারুক সিকদার, দুলাল সিকদার, দুলালের ছেলে গালিব সিকদার ও স্ত্রী লাইজুর নামে লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলায় ডান হাত ভেঙে আহত মাকসুদা বেগম ও তার ছেলে মাসুম অভিযোগ করে জানান, একই এলাকার প্রতিপক্ষ প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদারকে গত ৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক নারীর সাথে মুনজিল সিকদারের ঘরে আপত্তিকর অবস্থায় চৌকিদারসহ স্থানীয় লোকজন আটকায়।
ঘটনা শুনে মাসুমও ওইখানে যায়। পরে শুক্রবার দুপুরে মাসুম মসজিদে গেলে ওই ঘটনার জের ধরে মাসুমকে দোষারোপ করে ফারুক সিকদার মারধর করে। পরে মাসুমের মা মাসুদা বেগম ও বাবা আবকর সিকদার (৫০), আকবরের বোন মেলো বেগম (৪০) ও তার ভগ্নিপতি ইদ্রিস আলী (৫০) ছুটে গেলে তাদেরকেও মারধর করে এবং তার মা মাকসুদার হাত ভেঙে দেয়।
এরপর ফারুক ও দুলাল তাদের দলবল নিয়ে আকবরের বসতঘর ভাঙচুর করে ৯০ হাজার টাকা, সোনার গহনা লুটে নেয় এবং নারীদের শারিরীক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটনায়। এ বিষয়ে অভিযুক্ত প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদার ও তার ভাই দুলাল সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় একটি চক্র তার কাছে চাদা দাবি করে আসছে, এ জন্য তার নামে অপপ্রচার চালাচ্ছে। কোন নারীর সাথে ফারুকের ছবি বা ভিডিও নেই। তারা বাড়িতে না থাকায় তাদের বাড়িতে মাদক ও জুয়ার আড্ডা দেয় এবং তাদের বাড়ির সুপারিসহ মালপত্র চোরে নিয়ে যায় এ ঘটনা জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে।
এজন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন