ঝাড়খন্ডের হাসপাতালে ৫২ শিশুর মৃত্যু
ভারতের গোরাখপুরে অক্সিজেনের সংকটে শিশুমৃত্যুর ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার ঝাড়খন্ডেও বহু শিশুর মৃত্যু হয়েছে।
জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে গত এক মাসে ৫২ শিশুর মৃত্যু হয়েছে। কি কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে জানাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি অপুষ্টিজনিত কারণে শিশুদের মৃত্যু হয়েছে।
একসঙ্গে এত শিশুর মৃত্যুতে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও বহু শিশু ওই হাসপাতালে ভর্তি রয়েছে। দুশ্চিন্তায় ভুগছেন তাদের পরিবারের লোকজন। ১৯৬১ সালের ১৪ নভেম্বর জামশেদপুরে হাসপাতালটি স্থাপিত হয়।
বর্তমানে হাসাপাতালটিতে ৫৪০টি শয্যা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে রাচির একটি হাসপাতালে ১১৭ দিনে ১৬৪ শিশুর মৃত্যু হয়। শিশু মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন