ঝিনাইদহে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী জখম
ঝিনাইদহে বিজয় মেলায় বোমা হামলার চেষ্টার সময় বাধা দেয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামে এক ছাত্রলীগকর্মী জখম হয়েছেন।
রোববার রাতে শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে।
আহত রাকিবুল সদর উপজেলা শালিয়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে মুক্তমঞ্চে আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।
এ সময় মঞ্চের পেছনে দুর্বৃত্তরা বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ ছাত্রলীগকর্মী রাকিবের। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে রাকিবকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন