টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের লড়াই।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেটি। ফলে ইংলিশ কন্ডিশনে মূল মঞ্চের লড়াইয়ে নামার আগে এখনও ম্যাচ প্রস্তুতি নেয়া হয়নি টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই তাই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিটা সারতে চাইছেন তারা।
প্রস্তুতিটা ভালো হয়নি ভারতেরও। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে কোহলি বাহিনী। বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখাতে মুখিয়ে তারা। গেল ম্যাচে একেবারেই ম্লান ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। কোহলি, রোহিত, ধাওয়ান- টপঅর্ডারের কেউই রান পাননি। বিশ্বমঞ্চে হাঁটার আগে প্রস্তুতি নেয়ার এটা তাদের শেষ সুযোগ। স্বাভাবিকভাবেই ক্ষুধার্ত মেন ইন ব্লুরা।
বাংলাদেশ স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।
ভারত স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শেখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন