টাঙ্গাইলে পাগলা মহিষের আক্রমণে ৩ জন নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/মৃত্যু.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পাগলা মহিষের আক্রমণে আহত আওয়ামী লীগের নেতাসহ আরও এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন।
নিহতরা হলেন, উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী। মহিষের তাণ্ডবের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়ালো।
সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী চিকিৎসাধীন অবস্থায় ও রাত সাড়ে নয়টায় ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।
এর আগে রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওইদিনই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন হাজেরা বেগমের মৃত্যু হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা বলেন, ২২ জানুয়ারি সকালে উপজেলার তারুটিয়া গ্রামে একটি পাগলা মহিষ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার দিন বিকেলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে হাজেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এরপর সোমবার রাতে চিকিৎসাধীন হাসমত আলী ও কিতাব আলী নামের আরও দুইজন অবস্থায় মারা যান। বাকিরা চিকিৎসাধীন আছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন