টিএসসিতে ছাত্রকে থাপ্পড় মেরে সাময়িক বরখাস্ত র্যাব সদস্য
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/image-3423-1515161447.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক ছাত্রকে থাপ্পড় দেয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক জহর লাল রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন র্যাব-৩ এর টহলরত সদস্য সিপাহি জিয়া (আনসার)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসির চায়ের দোকান থেকে বের হওয়ার সময় জহরের গায়ের চাদর র্যাব সদস্য জিয়ার গায়ে লাগে। এতে সঙ্গে সঙ্গে তিনি ওই ছাত্রকে থাপ্পড় মারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। ঘটনার বিচার দাবি করেন তারা।
পরে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাঈনুল করিম। র্যাবের টহলরত টিম ইনচার্জ আজিজুল হকের সঙ্গে তিনি বৈঠক করেন।
ড. মাঈনুল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। র্যাব অভিযুক্ত সদস্যের বিচার করে তার কপি বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ছাত্রের গায়ে এভাবে হাত দেয়াটা দুঃখজনক। ঘটনাটি যেহেতু ক্যাম্পাসে ঘটেছে প্রক্টর গিয়ে এর সমাধান করেছে।
র্যাবের টিম ইনচার্জ আজিজুল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন