টুকে নিচ্ছি একখন্ড সময়ের আলেখ্য || নাজমীন মর্তুজা

টুকে নিচ্ছি একখন্ড সময়ের আলেখ্য
নাজমীন মর্তুজা


টুকে নিচ্ছি সাধনের ভাঁজে
অমিমাংসিত প্রেম
চলনহীন পা হড়কে যাচ্ছে আমার
টুকে নিচ্ছি নতজানু হবার অজস্র অজুহাত
কখন কি কাজে লাগে
টুকে নিচ্ছি অসমাপ্ত সংলাপ
ক্রুশকাঠে পেরেক চিহ্ন
মনের ডেরায় জানালা হাট খোলা
টুকে নিচ্ছি গোপন পাপের
নক্ষত্র আর তারা
কি এক আসে মাছির মতো
দরজা নিরবে খোলা
টুকে নিচ্ছি দৃশ্যকণা
ছায়ার মতো এক সাবলীল ঘুম
সহজ দৈর্ঘ্যে
টুকে নিচ্ছি প্রিয় চিহ্নগুলো
এক বৃষ্টির যাদু ফোঁটা
টুকে নিচ্ছি চুমুর ক্ষত
অসময়ের কবিতার শীৎকার
তারপর চুষতে থাকা পেন্সিলের রাবার
চুষতে থাকা ভূগোলের গোলক
ললিপপ একতারা …
টুকে নিচ্ছি আলখাল্লার অনুধ্যান
প্রশ্নহীনতার বাটখারা।