টুঙ্গিপাড়া সমস্ত বাঙালির তীর্থস্থান : সেতুমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/obai.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘টুঙ্গিপাড়া সমস্ত বাঙালির তীর্থস্থান’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকালে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষ্যে আওয়ামী লীগের সাংস্কৃতিক সমাবেশে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে তিনি বলেন, এই ভাষণটি এতদিন বাঙালির ছিল, কিন্তু আজ তা সারা বিশ্বের। আর বিশ্বের সব নেতার আলোচিত ভাষণগুলো ছিল লিখিত, কিন্তু এই ভাষণটি ছিল অলিখিত; তার হৃদয় থেকে আসা।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তিনি নিজ উজ্জ্বল হয়ে ফিরে এসেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন