টেকনাফে ৩৪ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৩৩ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল কাটাবনিয়ায় নিয়মিত টহল দিচ্ছিল। কিছুক্ষণ পর খুরেরমুখ শশান ঘাট এলাকা দিয়ে ৫-৬ জনকে বস্তা মাথায় আসতে দেখে চ্যালেঞ্জ করামাত্র বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পান।
এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন