ট্রাফিক আইন লঙ্ঘন : রাজধানীতে একদিনে ৩২২৪ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৩২২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় মোট ১৮ লাখ ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে ২৫টি গাড়ি ডাম্পিং ও ৬১২টি গাড়ি রেকার করা হয়।
অপরদিকে উল্টোপথে চালানোর কারণে ২৪২টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ২৮টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া এ সময় ট্রাফিক আইন অমান্য করায় মোট ১ হাজার ৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৫টি মোটরসাইকেল আটক করা হয়। আর গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সরাসরি মামলা দেয়া হয়েছে ৮টি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন