ট্রাম্প প্রশাসন মিথ্যাবাদী : কোমি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/89cab26e5ce03bd36f678038e86de195-59397630a0566.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন মিথ্যাবাদী। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত চলাকালেই তাঁকে এফবিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়ার পর অপবাদ দেয় ট্রাম্প প্রশাসন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার সিনেটের গোয়েন্দা কমিটির সামনে শুনানিতে কোমি এ অভিযোগ তোলেন।
কোমি বলেন, ‘এফবিআইয়ের নেতৃত্ব দুর্বল এবং সংস্থার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে—এমন কথা বলার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন আমাকে, বিশেষ করে এফবিআইকে অপবাদ দেওয়ার পথ বেছে নেয়। এসব বক্তব্য স্পষ্টতই মিথ্যা।’
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করছিলেন কোমি। তদন্ত চলাকালে হঠাৎ করেই গত ৯ মে কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেন ট্রাম্প। এফবিআই প্রধান কোমিকে বরখাস্ত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের প্রধান হিসেবে আইনজীবী ও বিচার বিভাগের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার রেকে নিয়োগের ঘোষণা দেন। জেমস কোমিকে বরখাস্ত করার পর ক্রিস্টোফার রে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন