ট্রাম্পকে উৎখাতের চেষ্টা হচ্ছে : স্কারামুচি
খোদ ওয়াশিংটন ডিসিতে বসে অনেকেই কাজ করে যাচ্ছেন যেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন হয়। এমনই অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি।
মাত্র ১০ দিনের জন্য যোগাযোগ বিভাগে দায়িত্ব পালন করা স্কারামুচি বলেন, হোয়াইট হাউসের ভেতরেই এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ট্রাম্পকে সরিয়ে দিতে চাচ্ছেন।
বরখাস্ত হওয়ার পর প্রথমবারের মতো এবিসি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে এমন সব অভিযোগ তুলেন স্কারামুচি।
নিজের সেই বিতর্কিত ফোন রেকর্ডিংয়ের কথাও বলেন, যেখানে তিনি তখনকার হোয়াইট হাউস চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসকে তীব্রভাবে আক্রমণ করেন এবং চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানোনকে গালাগালি করেন।
বিতর্কিত সেই ফোন রেকর্ডিং নিয়ে কথা বলতে গিয়ে স্কারামুচি জানান, তিনি মনে করেছিলেন সেটি ছিল অফ দ্য রেকর্ড। কিন্তু বেফাঁস সেসব মন্তব্য করে মাত্র ১০ দিনের মাথায় চাকরি হারান স্কারামুচি।
উল্লেখ্য, ট্রাম্প টিমে সবচেয়ে বড় ধাক্কাটি দিয়ে যান এই স্কারামুচি। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সরে পড়েন প্রিবাস ও হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন