ট্রেনের ছাদ থেকে গড়িয়ে পড়ছিল রক্ত, মিলল কিশোরের লাশ
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর সিল্ক সিটি ট্রেনের ছাদ থেকে ১৪ বছরের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ট্রেনটি রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটে (যেখানে ট্রেন ধোয়ামোছা করা হয়) থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনটি সকাল ৭টায় চার নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয় এবং পরিষ্কার করার জন্য ওয়াশপিটে নিয়ে যাওয়া হয়। সকাল ৭টা ২০ মিনিটে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের গার্ড একটি বগির ছাদ থেকে রক্ত পড়তে দেখেন। পরে ছাদের ওপর এক কিশোরের রক্তাক্ত লাশ দেখে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনের ছাদে কিশোরের লাশ কীভাবে এলো, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশের পরিচয় এখনো জানা যায়নি।
সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন