ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে জরিমানা

ঠাকুরগাঁর জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহারে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁয়ের যৌথ উদ্যোগে এই জরিমানা করা হয়।

জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৪টি ট্রাক ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক স্টিকার লাগানো হয়
জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে জেলা আনসার, ঠাকুরগাঁও এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।