ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মশালা

ঠাকুরগাঁওয়ের বাল্য বিবাহ নিরোধ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউজিডিপি এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন প্রমূখ।
কর্মশালায় ইমাম, কাজী, সাংবাদিক, পুরোহিত, শিক্ষক, শিক্ষার্থী সহ সচেতনত নাগরিকরা অংশ নেন। এ সময় বক্তারা বাল্য বিবাহ নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক মুক্ত ও সমাজ গঠনে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















