ঠাকুরগাঁওয়ে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/photo-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের, পীরগঞ্জ উপজেলা স্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি ও জাতীয় শ্রমিক পার্টির সাধারণ আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার ভেলাতৈড় গ্রামে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার ২.৩০ মিনিটে ভেলাতৈড় দরবগাজী মাদরাসার মাঠে জানাজা শেষে তাঁকে যৈদ্দপীর কবরস্থানে দাফন করা হয়।
শ্রমিক নেতা আনোয়ারুল হকের মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মদ, ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের, পীরগঞ্জ উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি আওয়াল মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পীরগঞ্জ শ্রমিক ্ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন