ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রদের নিয়ে শোক দিবসে রিকের দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মাদ্রাসা ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে অবস্থিত রিক এর দিনাজপুর জোন কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়।

এসময় রিক এর দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবিরের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম। এছড়াও রিক এর ঠাকুরগাঁওয়ের এরিয়া ম্যানেজার মো. আবুল হোসাইন, সদর উপজেলার শাখা ব্যবস্থাপক বাবু মিয়া, দিনাজপুর জোনের এমআইএস অফিসার মো. হারুনুর রশিদ ও রিকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সহ এতিমখানা ও মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।

আলোচনায় অতিথিবৃন্দ মাদ্রাসা ছাত্রদের কাছে বঙ্গবন্ধুর জীবনি ও আদর্শ তুলে ধরনে। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন তারা।