ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর ১৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ আনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ নুরুল ইসলাম। বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল হক, পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল বিভাগের প্রধান উত্তম কুমার রায়, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান ওমর ফারুক, এ্যারেল বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, ইন্সট্রাক্টর রশিদুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন