ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান।
জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাঁশবাড়ি জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আছির উদ্দিন, ভোমরাদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন বাচ্চা, মসজিদ কমিটির সভাপতি জবাইদুর রহমান, সাধারন সম্পাদক শামসুল হক সহ সেনুয়া বাঁশবাড়ি গ্রামের মুরুবী ও মসজিদ কমিটির সদস্যরা।
গ্রামবাসী জানান, মসজিদ আল্লাহ ঘর। এ ঘরের কাজ কোনও সময় থেমে থাকে না। যদিও মসজিদটি গ্রামবাসীর উদ্যোগে অনেক দূর এগিয়েছে। বাকি কিছু কাজ ও ছাদের ঢালাইটা বাকি ছিল।
দ্বিতল ভবনের ভিত্তি বিশিষ্ট মসজিদটি স্থানীয় ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি সমাজ সেবক সহ গ্রামবাসীর সহায়তায় পুনঃর্নির্মাণ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন