ঠাকুরগাঁওয়ের হরিপুরের আমগাঁও ইউনিয়নের উপনির্বাচনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উমাকান্ত ভৌমিক কে হারিয়ে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার আলমগীর পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। নৌকা মার্কার প্রার্থী উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন, এ ছাড়া অটোরিকশা প্রতীকের প্রার্থী এস এম মনোয়ার হোসেন ৩২ ভোট পেয়েছেন ।
সোমবার (১৭ জুলাই ) সকাল ৮টা থেকে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।
এতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকা মার্কার উমাকান্ত ভৌমিক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবর রহমান চৌধুরী (ঘোড়া মার্কা ) আলমগীর ( চশমা মার্কা ), মনোয়ার হোসেন মিঠুন (অটোরিকশা মার্কায়) । এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মান্নান বলেন, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে ভোটারসংখ্যা ২২ হাজার ০৭৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬ হাজার ৯১৭ জন , এর মধ্যে বাতিল হয়েছে ভোট ১০৬ টি। বৈধ ভোটার সংখ্যা ১৬৭১২ টি।
নৌকা মার্কাকে পরাজিত করে স্বতন্ত্র মার্কা ঘোড়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, গত বুধবার (২৪ মে ) হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই পদটি শূন্য হওয়ায় ১৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন