ঠাকুরগাঁওয়ের হরিপুরের আমগাঁও ইউপির উপনির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২ নং আমগাঁও ইউনিয়নের উপ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। প্রচার প্রচারনায় জমে উঠেছে প্রতিটা পাড়া মহল্লা, হাঠ, বাজার, ও দোকানে।
আগামী (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে এ উপ-নির্বাচন। এই নির্বাচনে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থী মিলে চেয়ারম্যান পদে লড়াই করছেন ৪ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা সোস্যাল মিডিয়াতেও বেশ সরব দেখা যাচ্ছে। প্রার্থীদের কর্মী-সমর্থকরা তাদের ফেসবুকসহ অন্য সামাজিক প্লাটফর্মে নির্বাচনী প্রচারণার ছবি নিয়মিত আপলোড দিচ্ছেন এবং সাথে সাথে ভোটারদের কাছে ভোট চেয়ে নিয়মিত প্রচার চালাচ্ছেন।
আমগাঁও ইউপিতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী উমাকান্ত ভৌমিক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবর রহমান চৌধুরী (ঘোড়া মার্কা) আলমগীর (চশমা মার্কা), মনোয়ার হোসেন মিঠুন (অটোরিকশা মার্কায়) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(১৭ জুলাই) ইউপি নির্বাচনে ভোটকে সামনে রেখে প্রতীক বরাদ্ধের পর থেকে প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নটির নির্বাচনী এলাকা গুলো। প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে প্রতিটা রাস্তায়, হাঠ ঘাটে, মাঠে, বাজারে।
চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মীরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ঘরোয়া ও উঠান বৈঠক এবং লিফলেট বিতরনের মাধ্যমে ভোটারদের মনজয় করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করার চেস্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় ভোটাররা জানান এ নির্বাচনে সৎ, যোগ্য ও ন্যায় পরায়ন প্রার্থীদের কে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিজয়ী করবেন বলে জানান।
আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী উমাকান্ত ভৌমিক জানান আমগাঁও ইউপিতে নৌকা মার্কার চেয়ারম্যান এর আগে ছিলেন ইউনিয়ন বাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করছিলেন। তার রেখে যাওয়া অমাপ্ত কাজ গুলো সমাপ্ত ও প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নির্বাচন করছেন। তিনি আশাবাদী আমগাঁও ইউনিয়ন বাসী এ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কার প্রার্থীকে নির্বাচিত করবেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবর রহমান চৌধুরী জানান তিনি দীর্ঘ দিন ধরে এ ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে রয়েছেন। তিনি কোন দলীয় ব্যানারে অংশ নেয়নি নির্বাচনে তিনি আমগাঁও ইউনিয়নের সাধারণ মানুষের প্রার্থী , ইউনিয়ন বাসীর সাথে কথা বলে তিনি প্রার্থী হয়েছেন। দল মত নির্বিশেষে ইউনিয়ন বাসী তাকে বিপুল ভোটে এ নির্বাচনে বিজয়ী করবেন বলে তিনি ও আশাবাদী।
আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর জানান আমগাঁও ইউনিয়নে তার পিতা ইউপি সদস্য ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘ বছর জন প্রতিনি ছিলেন ,তিনি তার পিতার দেখানো আর্দশে ইউনিয়ন বসীর সেবা করার লক্ষ্যে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
উল্লেখ্য, গত বুধবার (২৪ মে) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় (১৭ জুলাই) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন। হরিপুর নির্বাচন অফিসার আব্দুল মান্নান বলেন, আমগাঁও ইউনিয়নের উপ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন