ঠাকুরগাঁওয়ে আইইবির মানববন্ধন
জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন-এর দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র আয়োজনে এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পল্লী বিদ্যুত বোর্ড ( আরইবি)র নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম, পল্লী বিদ্যুত সমিতির জিএম আবু আশরাফ মো: সালেহ। এ সময় জেলার বিভিন্ন দফতরের সকল স্তরের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ জানুয়ারী জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন এর দায়িত্ব প্রদান সম্পর্কিত একটি স্মারকপত্র জারী করে। ৮ ফেব্রুয়ারী এস এন্ড ডব্লিউ কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এস এম মনজুরুল হক এর সভাপতিত্বে প্রকৌশল এসোসিয়েশনের সভায় উক্ত স্মারকপত্র বাতিলে বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষে সকলে এক হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন