ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে।
ফাল্গুনের এই শিলা বৃষ্টিতে জেলায় বিভিন্ন এলাকায় বসত-বাড়িসহ জমির ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা যায়, সোমবার বিকেলে হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।
দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে গাছপালাসহ জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টির কারণে আমের মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা। শিলাবৃষ্টি ও দামকা হওয়ার কারণে ব্যহত হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা।
জেলা সদরের ভূল্লী, রুহিয়া ঢোলারহাটসহ বেশকয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হওয়াসহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে বৃষ্টিপাত হওয়ায় বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন